January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 1st, 2023, 7:49 pm

ভারতে সেতু নির্মাণে ব্যবহৃত ক্রেন ধসে ১৬ শ্রমিক নিহত

এপি, নয়াদিল্লি :

পশ্চিম ভারতে একটি হাইওয়ে নির্মাণের জায়গায় একটি বিশাল ক্রেন ধসে কমপক্ষে ১৬ জন শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) দেশটির জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী এ তথ্য জানিয়েছে।

টেলিভিশনের ফুটেজে মাটিতে ধসে পড়া ক্রেন দেখানো হয়েছে। উদ্ধারকর্মীরা মুম্বাইয়ের ঠিক বাইরের শহর থানে শহরের কাছে দুর্ঘটনাকবলিতদের খোঁজে অনুসন্ধান করছেন। আহত অন্তত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, ক্রেনটি হাইওয়ে এবং হাই-স্পিড রেলব্রিজ নির্মাণের সময় প্রিকাস্ট বক্স গার্ডার ইনস্টল করতে ব্যবহৃত হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স-এ একটি বার্তায় শোক প্রকাশ করেছেন, যা আগে টুইটার নামে পরিচিত ছিল।

তার অফিস একটি পোস্টে বলেছে, ‘যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রয়েছে। যারা আহত হয়েছেন তাদের জন্য প্রার্থনা রইলো।’