December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 29th, 2022, 7:55 pm

ভারতে স্যাটেলাইট ফোনসহ সাবেক রুশ মন্ত্রী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক :

রাশিয়ার সাবেক কৃষি ও খাদ্য মন্ত্রী ভিক্টর সেমেনভকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। যথাযথ নথিপত্র ছাড়া স্যাটেলাইট ফোন বহন করার দায়ে দেরাদুন বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, যথাযথ নথিপত্র ছাড়া স্যাটেলাইট ফোন বহন করার দায়ে গত রোববার বিকেলে দেরাদুন বিমানবন্দরে রাশিয়ার সাবেক একজন মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন। কারণ পূর্বানুমতি ছাড়া ভারতের বিমানবন্দরে এবং ফ্লাইটে স্যাটেলাইট ফোন বহনের অনুমতি নেই। এনডিটিভি বলছে, ৬৪ বছর বয়সি সেমেনভ ১৯৯৮ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত রাশিয়ার কৃষি ও খাদ্য মন্ত্রী ছিলেন। ভারতে বিমানবন্দর পাহারার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) কর্মীরা রোববার বিকেল সোয়া চারটার দিকে নিরাপত্তা তল্লাশি করার সময় তাকে আটক করে। ভিক্টর সেমেনভ রাশিয়ার রাজধানী মস্কোতে বসবাস করেন। গ্রেপ্তার হওয়ার দিন দেরাদুন থেকে ইন্ডিগোর একটি ফ্লাইটে তার দিল্লি যাওয়ার কথা ছিল। সংবাদমাধ্যম বলছে, নিজের সঙ্গে স্যাটেলাইট ফোন রাখার জন্য ভিক্টর সেমেনভ কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পুলিশের এফআইআর অনুসারে, সাবেক এই রুশ মন্ত্রী বলেন, জরুরি সময়ে ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য স্যাটেলাইট ফোনটি বহন করেছিলেন তিনি।