December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 10th, 2021, 1:15 pm

ভারতে ২৪ ঘনটায় সব রেকর্ড ছাড়িয়ে মৃত্যু ৬১৪৮ জন

অনলাইন ডেস্ক :

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ১৪৮ জন। এটিই এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে করোনায় এ পর্যন্ত দেশটিতে মারা গেছেন ৩ লাখ ৫৯ হাজার ৬৭৬ জন।

এর আগে, ১২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে একদিনে ৫ হাজার ৪৪৪ জনের মৃত্যু হয়েছিল, যা এতদিন বিশ্বে করোনায় দৈনিক মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড হয়েছিল।

চীনের উহান থেকে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে বিশ্বে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৭ লাখ ৭৭ হাজার ৯৭ জনের। আক্রান্ত মানুষের সংখ্যা ১৭ কোটি ৫১ লাখ ৭৭ হাজার ১৭৭।

গত ৩ এপ্রিল ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটির মাইলফলক ছাড়ায়। ২৩ মে করোনায় মৃত্যু তিন লাখের মাইলফলক ছাড়ায়।

গত ৩০ এপ্রিল ভারতে প্রথম একদিনে ৪ লাখের বেশি মানুষের করোনা সংক্রমণ ধরা পড়ে। তারপর একাধিক দিন দেশটিতে ৪ লাখের বেশি রোগী শনাক্ত হয়। ৭ মে ভারতে প্রথম একদিনে করোনায় ৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। তারপর একাধিক দিন দেশটিতে ৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।