অনলাইন ডেস্ক :
গত তিন দিন ভারতে করোনা আক্রান্ত এক লাখ ৩০ হাজারের ওপরে ছিল। কিন্তু গত ২৪ ঘণ্টায় তা কমেছে। শনিবার (৫ জুন) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য বলছে, দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন এক লাখ ২০ হাজার ৫২৯ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৬ লাখ ৯৩ হাজার ৮৩৫ জন।
তবে দু’দিন মৃত্যু তিন হাজারের নিচে থাকার পর শনিবার তা আবার তিন হাজার ছাড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৮০ জনের। এতে ভারতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৪৪ হাজার ১০১ জনে।
এদিকে, সংক্রমণ গত মাসের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। শনিবার দৈনিক সংক্রমণ গত ৫৮ দিনে সর্বনিম্ন। পাশাপাশি সংক্রমণের হারও কমছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ৫ দশমিক ৭৮ শতাংশ। সেই সঙ্গে সক্রিয় রোগীর সংখ্যাও কমছে।
ভারতে সক্রিয় রোগীর সংখ্যা নেমেছে ১৬ লাখের নিচে। কিন্তু দৈনিক সংক্রমণ, সক্রিয় রোগী কমলেও রাশ টানা যাচ্ছে না মৃত্যু সংখ্যায়। করোনার প্রথম ঢেউয়ের তুলনায় দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু হচ্ছে অনেক বেশি, যা বাড়াচ্ছে চিন্তা।
আরও পড়ুন
উড়োজাহাজ বিধ্বস্তে ৩৮ জনের মৃত্যু, আজারবাইজানে রাষ্ট্রীয় শোক পালন
বিশ্বে ক্ষুধার্ত মানুষ বাড়ছে, কমছে ধনী দেশের সাহায্য
গাজায় ইসরায়েলের আগ্রাসন চলছেই, একদিনে নিহত ৫৮