অনলাইন ডেস্ক :
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর নীলগিরিস জেলার কুনুরের কাছে একটি ট্যুরিস্ট বাস খাদে পড়ে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। রোববার (১লা অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, পর্যটকবাহী বাসটিতে ৫৫ যাত্রী ছিলেন, যারা টেনকাসি যাচ্ছিলেন। নীলগিরিস জেলার কুনুরের কাছে একটি বাঁকে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি খাদে পড়ে যায়। প্রাথমিকভাবে স্থানীয়রা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধারকাজ শুরু করে। নীলগিরিসের পুলিশ সুপার কে প্রভাকর এনডিটিভিকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার পেছনে চালকের দোষ আছে বলে মনে হচ্ছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের জন্য দুই লাখ রুপি করে ক্ষতিপূরণও ঘোষণা করেছেন তিনি। আর যারা সামান্য আহত হয়েছেন তাদের ৫০ হাজার রুপি করে দেওয়া হবে। সূত্র : এনডিটিভি
আরও পড়ুন
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় কনস্টেবল মুকুল কারাগারে
শীতে শিশুদের সুস্থ রাখবে যেসব খাবার
দীর্ঘদিন পর ফেরা তারকারা