অনলাইন ডেস্ক :
ভারতের মুসলিম অধ্যুষিত রাজ্য জম্মু-কাশ্মীরে ঈদুল আজহাকে সামনে রেখে পশু কোরবানি নিষিদ্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) পশু কল্যাণ আইনের কথা বলে গরু, উট অথবা অন্য যে কোনো প্রাণী কোরবানিতে নিষেধাজ্ঞার এই আদেশ জারি করা হয়েছে। বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার গভীর রাতে প্রকাশিত এ আদেশটি ওই এলাকায় আরও উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ভারতে সনতান ধর্মাবলম্বীদের কাছে গরু পবিত্র প্রাণী। দেশটির অনেক এলাকাতেই মাংস বিক্রি অবৈধ ও নিষিদ্ধ। কাশ্মীরে পশু জবাই নিষিদ্ধ হলেও মুসলিম অধুষ্যিত এলাকায় গরুর মাংস পাওয়া যায়। ২০১৪ সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার ব্যক্তিদের বেশিরভাগের বিরুদ্ধেই গরু জবাই ও মাংস বহন করার অভিযোগ এনেছে উগ্রপন্থি হিন্দু গোষ্ঠীর সদস্যরা।
২০১৯ সালের আগস্টে নয়াদিল্লির বিশেষ স্বায়ত্তশাসিত অবস্থান প্রত্যাহার করার পর থেকে ওই এলাকার উদ্বেগ আরও বেড়েছে এবং এই অঞ্চলে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে।
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি বাড়ছে প্রায় ১৫০ শতাংশ
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাক্ষাৎ