জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যা দিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে ফেরত আনতে আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হতে যাচ্ছে বাংলাদেশ সরকার।
নেদারল্যান্ডসের হেগে অবস্থিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) যাওয়ার পরিকল্পনা ইতোমধ্যে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
বৃহস্পতিবার ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা আশা করি ভারত তাদের ফেরত দেবে। না দিলে আইসিজেতে যাওয়ার প্রক্রিয়া শুরু করা হবে।”
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারত চলে যান শেখ হাসিনা। এরপর থেকেই বাংলাদেশ সরকার বিভিন্ন মাধ্যমে তাকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানালেও ভারত এখনও তাতে সাড়া দেয়নি। একইভাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালও অভ্যুত্থানের পর থেকে ভারতে অবস্থান করছেন।
জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত সোমবার আন্তর্জাতিক অপরাধ আদালত–১ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন।
সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আরও জানান, আগামী তিন থেকে চার কার্যদিবসের মধ্যেই গণভোট সংক্রান্ত অধ্যাদেশ প্রস্তুত করা হবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা থিওরির প্রবর্তক গোলাম আযম: এহসানুল মাহবুব
মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ-এসআই লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল