December 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 15th, 2025, 7:21 pm

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার

ফাইল ফটো

 

২০২৫-২৬ অর্থবছরে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে ভারত থেকে ৫০ হাজার টন নন বাসমতি সিদ্ধ চাল আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। প্রতি কেজি চালের দাম পড়েছে প্রায় ৪৩ টাকা।

সোমবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৈঠক সূত্রে জানা যায়, দেশের সরকারি খাদ্য মজুত বৃদ্ধি ও সরকারি বিতরণ ব্যবস্থা সচল রাখার জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে ৬টি প্রস্তাব জমা পড়ে। এর মধ্যে ভারতের এমএস বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডকে সর্বনিম্ন দরদাতা হিসেবে বাছাই করা হয়।

প্রতি মেট্রিক টন চালের দাম ধরা হয়েছে ৩৫১.১১ মার্কিন ডলার। ৫০ হাজার টন চাল কেনার মোট ব্যয় হবে ১ কোটি ৭৫ লাখ ৫৫ হাজার ৫০০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়াচ্ছে ২১৪ কোটি ৭০ লাখ ৩৭ হাজার ৬৫০ টাকা। ফলে প্রতি কেজি চালের ক্রয়মূল্য হয়েছে প্রায় ৪২.৯৮ টাকা।

এনএনবাংলা/