অনলাইন ডেস্ক :
বাংলাদেশ ফুটবল ফেডারশনের (বাফুফে) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ইমরান হোসেন তুষার। সোমবার নির্বাহী কমিটির জরুরী সভায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ভারপ্রাপ্ত হিসেবে তিন মাস থেকে সর্বোচ্চ ছয় মাস দায়িত্ব পালন করবেন তিনি। সম্প্রতি আর্থিক অনিয়ম ও নথিপত্র জালিয়াতির দায়ে ফিফা থেকে নিষিদ্ধ হন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। আর তাই শূন্য হয়ে যায় বাফুফের সাধারণ সম্পাদকের পদ। সেই শূন্য পদে আগামী তিন মাসের জন্য ভারপ্রাপ্ত দায়িত্ব পেলেন ইমরান হোসেন তুষার। গত সাত বছর ধরে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনের ব্যক্তিগত সহকারী হিসেবে করেছেন ইমরান। এছাড়াও বাফুফের প্রটোকল ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়াও ফিফার নিষেধাজ্ঞা পাওয়া আবু নাইম সোহাগের আর্থিক অনিয়মের তদন্ত করতে ৭ সদস্যের কমিটি গঠন করেছে বাফুফে। এক মাসের মধ্যে প্রতিবেদন দিবে কমিটি।
আরও পড়ুন
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি