প্রচণ্ড গরমের মধ্যে সকালের দুই ঘণ্টার বৃষ্টি রাজধানীবাসীকে স্বস্তি দিলেও ভোগান্তিতে পড়তে হয়েছে শিক্ষার্থী ও কর্মজীবীদের।
বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বৃষ্টিতে মালিবাগ, মগবাজার, শান্তিনগর, ফার্মগেট, বাড্ডা, মিরপুর, খিলক্ষেতসহ বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়।
বৃষ্টির মধ্যেই হাঁটু সমান পানি মাড়িয়ে গন্তব্যে যেতে হয়েছে ঢাকাবাসীদের।
বৃষ্টি হওয়ায় গরম থেকে স্বস্তি মিললেও ভারী বৃষ্টিপাতে ডুবে যাওয়া রাস্তায় চলাচলে বেশ ভোগান্তিতে পড়তে হয় নাগরিকদের। পানিতে ডুবে থাকা রাস্তা পার হতে গিয়ে অনেককেই দুর্ভোগ পোহাতে হয়েছে। শহরের পয়োনিষ্কাশন ব্যবস্থার অনিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
ভোর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং বৃষ্টির সঙ্গে বজ্রপাত গত কয়েকদিন ধরে শহরজুড়ে বয়ে যাওয়া উত্তাপ কমিয়ে দিয়েছে।
—–ইউএনবি
আরও পড়ুন
রাজশাহী শহরের নিজ বাসা থেকে অপহ্নত নারী চিকিৎসকে পাবনা সদর মনসুরাবাদ আবাসিক এলাকা থেকে উদ্ধার, চার অপহরণকারী গ্রেফতার
নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
রংপুর নবায়নযোগ্য শক্তির জন্য ঐক্যবদ্ধ: ২০২৫ সালে ১০০% নবায়নযোগ্য শক্তির বাধা অতিক্রম করে