August 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, August 16th, 2025, 7:32 pm

ভালুকায় ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের ভালুকায় বিশেষ অভিযানে ৪৩ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভালুকা মডেল থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চারজনকে হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—জামিরদিয়ার আবুল হোসেনের ছেলে সজিব মিয়া (২৬), একই এলাকার নাবিল হোসেন নবীর ছেলে আলী হোসেন ওরফে নাজমুল (২৫), গাজীপুরের শ্রীপুরের উদয়খালী এলাকার মফিজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (২৭) এবং ডুমবারিরচালা এলাকার রফিকুল ইসলামের ছেলে নাঈম খান (২৫)।

অভিযানের সময় তাদের কাছ থেকে ৪৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ হাজার টাকা।

ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।