জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় মধ্যরাতে থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। উপজেলার ঢাকা-ময়মনসিংহ সড়কের ভরাডোবা নিশিন্দা এলাকায় শুক্রবার রাত পৌনে ১টার দিকে ওই দুর্ঘটনায় আহত হয়েছেন একজন।
নিহতরা হলেন আজিজুল ইসলাম (৫০) এবং শফিকুল ইসলাম (৪০)।
ভালুকা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা আল মামুন বলেন, শেরপুর থেকে ঢাকাগামী একটি পিকআপ থেমে থাকা মালবাহী ট্রাকটির পেছনে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়।
“আমরা গিয়ে পিকআপ বের করে আনি। পিকআপের সামনের অংশ কেটে চালককে আহত অবস্থায় বের করা গেলেও তার সঙ্গে থাকা দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।”
আহত পিকআপের চালককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
সাংবাদিকদের সাথে রংপুর পুলিশ সুপারের মতবিনিময়
ডেঙ্গুতে এক দিনে মারা গেছেন আরও ৪ জন
অগ্নিকান্ডে মিঠাপুকুরের নয়ন একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে দিশেহারা পরিবার