সরকারের নানা ব্যর্থতার প্রসঙ্গ টেনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ভালো নির্বাচন করতে পারাও একটা বড় সংস্কার। সরকারের কথিত সংস্কারের ঘোষণা বাস্তবে কোনো ফল বয়ে আনেনি।
নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, সাবেক সিইসি কে এম নূরুল হুদা দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছেন। পারলে বিচার করে শাস্তি দিন। তবে মব ভায়োলেন্স সহ্য করার মতো নয়।
দেশের পরিস্থিতি ভয়াবহ রকমের নৈরাজ্যকর হয়ে উঠছে। সারাদেশে এখন চলছে মবোক্রেসি। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব কীভাবে—সেটা এখন বড় প্রশ্ন। ভালো নির্বাচনই আজ সবচেয়ে বড় সংস্কার হতে পারে।
গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় মান্না আরও বলেন, এই সরকারের ব্যর্থতার কোনো সীমা নেই। সংস্কারের কথা বলা হলেও এখন পর্যন্ত একটি কার্যকর সংস্কারও হয়নি।
এনএনবাংলা/আরএম

আরও পড়ুন
শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে পাঠানো চিঠির জবাব এখনও মেলেনি: পররাষ্ট্র উপদেষ্টা
২৫-৩০ আসনে প্রার্থী বদলানোর পথে বিএনপি, শরিক জোটের আসনেও টানাপোড়েন
লটারিতে এসপি নিয়োগে মেধাবী কেউ বাদ পড়েনি : স্বরাষ্ট্র উপদেষ্টা