অনলাইন ডেস্ক :
ভারতীয় টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় কমেডি শো ‘দ্য কপিল শর্মা শো’ এর চতুর্থ সিজন চলে এসেছে। খুব শীঘ্রই সনি টিভির পর্দায় সম্প্রচারিত হবে ‘দ্য কপিল শর্মা শো’। তবে সবচেয়ে চমকের বিষয় হচ্ছে নতুন এই সিজনে একদম নতুন কপিল শর্মাকে দেখবে দর্শক। অনেকে হয়তো চিনতেও পারবে না তাদের প্রিয় তারকাকে! সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’ এর চতুর্থ সিজনের প্রোমো শ্যুট হয়েছে। আর সেই শ্যুটের ঝলক নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন কমেডি কিং কপিল। যা দেখে তাজ্জব হয়ে গেছে ভক্তরা! কারণ, কপিলকে দেখে চেনাই যাচ্ছে না। তাঁর ফোলা গাল আর ভুঁড়ি, সব গায়েব! এমনকি ওজন ঝরিয়ে একদম সুঠাম শরীরের সুদর্শন পুরুষ এখন কপিল। গত রোববার কপিল তাঁর টুইটার অ্যাকাউন্টে নিজের ট্রেন্ডি লুক শেয়ার করে লিখেছেন, ‘নতুন সিজন, নতুন লুক। আসছে দ্য কপিল শর্মা শো’। তাঁর এই টুইটে আনন্দের ঝড় উঠেছে তাঁর ভক্ত অনুসারীদের মাঝে। তাঁর শেয়ার করা ছবিটিতে কালো রঙের টি-শার্ট আর সাদা ব্লেজারে ভিন্ন লুকে দেখা যাচ্ছে কপিলকে। সেই সঙ্গে চোখে সানগ্লাস এবং চুলে স্পাইক করা! এমন লুকে কপিলকে দেখে নানারকম মন্তব্য করছে ভক্তরা। কেউ বলছে, ‘তোমার বয়স কি হঠাৎ করে কমে গেল?’ কেউ আবার বলছেন, ‘অনিল কাপুরের চবনপ্রাশ আপনি পেলেন কোথায়?’ অপর একজন লিখেছেন, ‘কম করে ১০ বছর ছোট দেখাচ্ছে কপিলকে, দুর্দান্ত’।গত জুন মাসে সম্প্রচারিত হয়েছিল ‘দ্য কপিল শর্মা শো’ এর এপিসোড। এরপর কয়েক মাসের বিরতি নিয়েছিলেন কপিল এবং তাঁর দল। কপিল ছাড়াও এই শো-তে আরো থাকছেন ক্রুষ্ণা অভিষেক, কিকু শারদা, সুদেশ লাহিড়ি, ভারতী সিং, সুমনা চক্রবর্তীরা। বিচারকের আসনে থাকবেন অর্চনা পুরণ সিং। এছাড়াও ‘দ্য কপিল শর্মা শো’-এর পাশাপাশি কপিলকে খুব শীঘ্রই দেখা যাবে নন্দিতা দাসের ছবি ‘জি¦গাটো’তে। এই সিনেমায় একদম সিরিয়াস চরিত্রে থাকছেন কপিল। নিজেকে যে ভাঙছেন কপিল, তা বারবার প্রমাণ করছেন এই কমেডিয়ান। অভিনেতা হিসাবে নিজেকে একটা ঘরে আটকে রাখতে চান না তিনি। সূত্র : হিন্দুস্তান টাইমস
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত