January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 28th, 2022, 7:38 pm

ভিন্ন লুকে দেখা দিলেন ‘হ্যারি পটার’

অনলাইন ডেস্ক :

‘হ্যারি পটার’ তারকা ড্যানিয়েল র‌্যাডক্লিফকে দেখা গেল একেবারেই ভিন্ন লুকে। প্রকাশ পেয়েছে অভিনেতার নতুন ছবি ‘উইয়ার্ড: দ্য অ্যাল ইয়ানকোভিক’-এর পোস্টার প্রকাশ পেয়েছে। সেখানে প্যারোডি গায়ক উইয়ার্ড অ্যাল ইয়ানকোভিক-এর লুকে দেখা গেছে র‌্যাডক্লিফকে। টুইটারে ‘উইয়ার্ড: দ্য অ্যাল ইয়ানকোভিক’-এর পোস্টারটি নিজেই প্রকাশ করেছেন গায়ক ইয়ানকোভিক। ক্যাপশনে জনপ্রিয় এই গায়ক লিখেছেন, ‘হিয়ার উই গো’ পোস্টারে র‌্যাডক্লিফকে অবিকল ইয়ানকোভিকের মতোই লাগছে। দর্শকে ঘেরা স্টেজে পারফর্ম করতে দেখা যাচ্ছে তাকে। ফ্লোরাল শার্ট, ঝাঁকড়া চুল আর গোঁফে চেনায় দায় ‘হ্যারি পটার’ তারকাকে। এরিক অ্যাপেলের পরিচালনায় ছবিটি তৈরি করা হবে। ছবির গল্প উইয়ার্ড অ্যাল ইয়ানকোভিকের জীবন নিয়ে। এই ছবিতে ‘ম্যাডোনা’ চরিত্রে দেখা যাবে ইভান র‌্যাচেল উডকে। উইয়ার্ড অ্যাল ইয়ানকোভিকের মিউজিক ক্যারিয়ার কয়েক দশকের। মিউজিক প্যারোডির জন্য তিনি বিখ্যাত। মাইকেল জ্যাকসনের ‘বিট ইট’-এর প্যারোডি ‘ইট ইট’ এবং ‘লাইক অ্যা সার্জন’-এর প্যারোডি ‘লাইক অ্যা ভার্জিন’ তার মাঝে অন্যতম। ৮ সেপ্টেম্বর টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটির প্রিমিয়ার হবে। প্রিমিয়ারের পরে ছবিটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘রকু’তে বিনামুল্যে দেখা যাবে ৪ নভেম্বর থেকে। সূত্র: কলিডার