April 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 21st, 2025, 5:26 pm

ভিভো V30 Pro কেনার আগে জেনে নিন এই ৫টি বড় সমস্যা

পোর্ট্রেট মোডে খারাপ এজ পারফর্মেন্স খুবই খারাপ

ভিভো ভি৩০ প্রো (Vivo V30 Pro) ফোনে 50MP ট্রিপল রেয়ার কামেরা সেটআপ রয়েছে এবং এর মাধ্যমে সুন্দর ছবি তোলা যায়। তবে এই কামেরার একমাত্র সমস্যা পোর্ট্রেট মোডে এজ খুব একটা স্পষ্ট নয়।

অ্যাভারেজ পারফর্মেন্স

এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 SoC রয়েছে। ভিভো তাদের বিগত দুটি ভি সিরিজের স্মার্টফোনে এই একই প্রসেসর ব্যাবহার করেছে। সাধারণ ইউজারদের জন্য এই প্রসেসর ভালো হলেও পাওয়ার ইউজারদের অনেকে বলছেন এই একই দামে বাজারে অন্য ব্রান্ডের অনেক ভালো অপশনের ফোনে আছে।

ব্লোটওয়্যার

এই ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ এবং ফানটাচ ওএস ১৪ সহ সন্নিবেশ করা হয়েছে। এটি বিগত ভার্সনের তুলনায় হালকা হলেও এতে যথেষ্ট ব্লোটওয়্যার রয়েছে। এমনকি এই ফোন থেকে অনেকগুলি থার্ড পার্টি অ্যান্ড্রয়েড ও দেশি ভিভো অ্যাপ রিমুভ করা যায় না। ব্লোটওয়্যার হল প্রি-ইনস্টল করা অ্যাপ্লিকেশন যার ব্যবহারকারীর কাছে সামান্য বা কোন বাস্তব প্রয়োজনিয়তা নেই। এই সফ্টওয়্যারটি মূল্য প্রদান না করেই স্টোরেজ স্পেস এবং ডিভাইস রিসোর্স ব্যবহার করে। ভিভোর কাস্টমাইজেশন স্তরগুলি প্রায়ই একটি বিপণন সরঞ্জাম হিসাবে ব্লোটওয়্যার অন্তর্ভুক্ত করে। কিছু ব্লোটওয়্যার ডিভাইস এবং ব্যবহারকারীর ব্যবহারের তথ্য সংগ্রহ করতে পারে।

স্টেরিও স্পিকারের অভাব

ভিভো ভি৩০ প্রো ফোনে সুন্দর ডিসপ্লে রয়েছে। অথচ এই ফোনে স্টেরিও স্পিকার দেওয়া হয়নি, যার ফলে এই ফোনে মিডিয়া এক্সপেরিয়েন্স কিছুটা দুর্বল।

মাত্র IP54 রেটিং

এই ফোনটি IP54 রেটিং সহ পেশ করা হয়েছে। এর ফলে ফোনটি ধুলো ও জলের ছিটা থেকে সুরক্ষিত থাকবে। এটি অবশ্যই খারাপ ফিচার নয়। তবে Redmi Note 13 Pro+ সস্তা ফোনেও IP68 রেটিং রয়েছে। যার ফলে Vivo V30 Pro ফোনটি কিছুটা পিছিয়ে রয়েছে বলা যায়।