অনলাইন ডেস্ক :
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ছোট একটি অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত ও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (২৪ মে) বিষয়টি দেশটির রাষ্ট্রীয় গনমাধ্যম জানিয়েছে।
ভিয়েতনাম বার্তা সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং এর সঙ্গে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে।
আগুন নেভাতে ঘণ্টাখানেক সময় লেগে যায় এবং আগুন লাগার সময় ভেতরে কতজন ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ভবনটি মধ্য হ্যানয়ের একটি সরু গলিতে অবস্থিত, যেখানে বেশ কয়েকটি কক্ষ ভাড়া দেওয়ার জন্য খালি ছিল।
আরও পড়ুন
চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন: ধসে পড়ল ৮ম তলা, রোবট ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা
প্রায় অর্ধেক পরীক্ষার্থীই এবার উচ্চমাধ্যমিকে অকৃতকার্য!
অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল, পেছনে কোনো লোক নেই: মির্জা ফখরুল