বাংলাদেশের স্বনামধন্য ইলেকট্রনিকস পণ্যসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভিসতা ইলেকট্রনিকস লিমিটেডের সহযোগিতায় ও
বাংলাদেশ কুস্তি ফেডারেশনের আয়োজনে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে আগামী ৭-৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে “ইয়ুথ ফেস্টিভ্যাল-২০২৫; ভিসতা ন্যাশনাল ১৩তম সার্ভিসেস ( পুরুষ এবং মহিলা) কুস্তি প্রতিযোগিতা।
রাজধানীর শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দুই দিন ব্যাপী প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার-ভিডিপি ও বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এই চারটি সংস্থা থেকে পুরুষ ১০টি ও মহিলা ১০টি ওজন ক্যাটাগরিতে মোট ৮০ জন কুস্তিগির অংশগ্রহণ করবেন।
এই উপলক্ষে রাজধানীর গুলশানে অবস্থিত ভিসতা ইলেকট্রনিকস লিমিটেডের কর্পোরেট অফিসে বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের সঙ্গে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভিসতা ইলেকট্রনিকস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন চেয়ারম্যান শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক মোঃ লোকমান হোসেন আকাশ ও পরিচালক কর্পোরেট অ্যাফেয়ার্স এন্ড পিআর এফ এম ইকবাল বিন আনোয়ার ডন।
বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ মেজবাহ উদ্দিন আজাদ, কোষাধ্যক্ষ মাসুদ আক্তার মোবারকী এবং যুগ্ম সম্পাদক এ কে মমিন।এসময় ভিসতা লিমিটেডের চেয়ারম্যান শামসুল আলম বলেন, ভিসতা ইলেকট্রনিকস সামর্থ্য অনুযায়ী দেশের খেলাধুলার প্রসারে কাজ করবে।
ভিসতার ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ বলেন, কর্পোরেট রেসপনসিবিলিটি থেকেই ভিসতা খেলাধুলার মতো সেক্টরে কাজ করছে। তবে শুধু কুস্তি নয়, পর্যায় ক্রমে অন্যান্য খেলা নিয়েও কাজ করবে।
ভিসতা ইলেকট্রনিকস লিমিটেডের পরিচালক কর্পোরেট অ্যাফেয়ার্স এন্ড পিআর এফ এম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, মাদক মুক্ত সমাজ ও স্বাস্থ্যবান জাতি গঠনে ভিসতা খেলাধুলার সাথে আছে এবং ভবিষ্যতেও আরো ব্যাপকভাবে থাকবে।
আরও পড়ুন
বিকেএসপি’র প্রশিক্ষণার্থীদের অনুপ্রেরণা দিলেন মুশফিক
বিসিবির নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা বুলবুলের
এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের সিরিজ জয়