অনলাইন ডেস্ক :
ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে হো চি মিন শহরের কাছে একটি কারাওকে বারে গত গত মঙ্গলবার অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে মৃতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার রাতে কারাওকে কমপ্লেক্সটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। এতে বারটির ক্রেতা ও কর্মীরা আটকা পড়েন। বিবিসির খবরে বলা হয়েছে, চার ব্যক্তি আগুন থেকে বাঁচতে দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে লাফিয়ে পড়েন। তবে তারা আহত হলেও বেঁচে গেছেন। অ্যালার্ম বাজার কিছুক্ষণের মধ্যেই দমকলকর্মীরা ঘটনাস্থলে এসে হাজির হন। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয়ের দাপ্তরিক মুখপত্র কং আন নিয়ান জান ৩২ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছেন। তিনি জানান নিহতের মধ্যে ১৭ জন পুরুষ ও ১৫ জন নারী। জননিরাপত্তা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অগ্নিকা-ের সময় বারটিতে প্রায় ৬০ জন মানুষ ছিল। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, বারের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে যেখানে অনেক দাহ্য উপাদান ছিল।
আরও পড়ুন
হাসিনার মতো ‘বিশ্বস্ত মিত্র’কে হারানোর ঝুঁকি নেবে না ভারত
ডেঙ্গুতে এক দিনে মারা গেছেন আরও ৪ জন
উড়োজাহাজ বিধ্বস্তে ৩৮ জনের মৃত্যু, আজারবাইজানে রাষ্ট্রীয় শোক পালন