January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 22nd, 2023, 9:20 pm

ভুটানের ‘কুইন মাদার’র ঢাকায় যাত্রাবিরতি

ভুটানের ‘কুইন মাদার’ দরজি ওয়ানমগমো ওয়াংচুকান্দ এবং তার রাজকীয় প্রতিনিধি দল শুক্রবার (২২ ডিসেম্বর) ঢাকায় যাত্রাবিরতি করেছেন।

ট্রানজিটের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দরজি ওয়ানমগমো ওয়াংচুকান্দ এবং ভুটানের রাজকীয় প্রতিনিধি দলকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং এমপি নাহিদ এজাহের খান।

রানী তার রাজপরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও গভীর শ্রদ্ধা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকায় ট্রানজিটের সময় সব ব্যবস্থা করার জন্য তিনি আন্তরিকভাবে বাংলাদেশ সরকারের প্রশংসা করেন।

—-ইউএনবি