December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 21st, 2024, 8:47 pm

ভুলে দানবাক্সে পড়ে গেলো আইফোন, ফেরত দেবে না কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক:

মন্দিরের দানবাক্সে দেওয়ার জন্য টাকা বের করছিলেন। কিন্তু হাত ফসকে টাকার বদলে বাক্সে পড়ে যায় ভক্তের আইফোন। সঙ্গে সঙ্গে মন্দির কর্তৃপক্ষের কাছে ছুটে যান ওই ব্যক্তি।

কিন্তু সেখান থেকে সাফ জানানো হয়, দানবাক্সে একবার কিছু পড়লে সেটা ভগবানের হয়ে যায়।

তার হাজারো কাকতি-মিনতিতেও কাজ হয়নি। কর্তৃপক্ষের আজব এই দাবিতেই তুলকালাম বেঁধে যায় ভারতের তামিলনাডুর থিরুপরুরের আরুলমিগু কান্দাস্বামী মন্দিরে।

জানা গেছে, গত মাসে দীনেশ নামে এক ব্যক্তি পরিবার নিয়ে ওই মন্দিরে যান। কিন্তু প্রণামী দিতে গিয়েই ঘটে বিপত্তি। ভুল করে দামি আইফোনটাই পড়ে যায় বাক্সের ভেতরে। দীনেশ দৌড়ে গিয়ে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু তারা ফোন ফেরত দিতে অস্বীকার করে। জানানো হয়, এই বাক্স দুমাসে একবার খোলা হয়। এখন আর কোনোভাবেই এটা খোলা যাবে না। হতাশ হয়ে বাড়ি ফিরে যান দীনেশ। অপেক্ষা করেন বাক্সটি খোলার।
সেই মতোই শুক্রবার ফের মন্দিরে যান। কিন্তু কর্তৃপক্ষ আজব দাবি করেন। বলে, মোবাইল এখন ভগবানের হয়ে গেছে। তাই সেটি আর ফেরত দেওয়া যাবে না। এনিয়ে তর্কও হয়।

কিন্তু নিজেদের সিদ্ধান্তেই অটল থাকে মন্দির কর্তৃপক্ষ। দীনেশ ফের অনুরোধ করায় তারা জানায়, গুরুত্বপূর্ণ নথির জন্য তিনি চাইলে সিম কার্ড বের করে নিতে পারেন।

সূত্র: এনডিটিভি