December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 22nd, 2024, 8:00 pm

ভুলে নিজেদের যুদ্ধবিমানেই গুলি চালালো মার্কিন সেনাবাহিনী

অনলাইন ডেস্ক:

লোহিত সাগরের আকাশে ভুলে নিজেদের যুদ্ধবিমানকে লক্ষ্য করে গুলি চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। এ ঘটনায় প্রাণে বেঁচে গেছেন দুই পাইলট। কারণ তারা যথাসময়ে যুদ্ধবিমানটি থেকে বের হয়ে যেতে সক্ষম হয়েছেন।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দুই পাইলটকে নিরাপদে উদ্ধার করা হলেও একজন সামান্য আহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, বিমানবাহী রণতরী হ্যারি এস. ট্রুম্যান থেকে এফ/এ-১৮ হার্নেট যুদ্ধবিমানটি উড্ডয়ন করেছিল।

সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে সামরিক কার্যক্রম বেড়েছে উল্লেখযোগ্য হারে। এখান থেকেই ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে হুথিরাও এসব এলাকায় নিয়মিত বিরতিতে হামলা চালাচ্ছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার লোহিত সাগরের আকাশে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে গুলি চালিয়েছে। তাছাড়া ইয়েমেনের রাজধানী সানায়ও হামলা চালানো হয়েছে।

সূত্র: রয়টার্স