October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 3rd, 2023, 8:16 pm

ভূটানের জালে ১২ গোল, বাংলাদেশ নিয়ে যা বললেন ভারত কোচ

অনলাইন ডেস্ক :

ভুটানকে নিয়ে স্রেফ ছেলেখেলা করল ভারত। তিন হ্যাটট্রিকে বিশাল জয় নিয়ে মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করল তারা। তবে এই জয়ের তৃপ্তিতে উড়ছেন না ভারত কোচ ময়মল রকি। বাস্তবতার শক্ত জমিনে পা রেখে বললেন, বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচটি তাদের জন্য সহজ হবে না মোটেও। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার ভুটানকে ১২-০ গোলে উড়িয়ে দেয় ভারত। নেহা, অনিতা কুমারি ও লিন্ডা কম সেত্রো হ্যাটট্রিক করেন। জোড়া গোল অপূর্ণা নাজারির; অন্য গোলটি নিতু লিন্ডার। গত বছর অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের নিয়ে হওয়া এই প্রতিযোগিতায় শিরোপা জিতেছিল ভারত। ভুটানকে উড়িয়ে শুরু করার পর মুকুট ধরে রাখার আশাবাদ জানালেন রকি। “লক্ষ্য তো ট্রফি নিয়ে ঘরে ফেরা। দেখা যাক।” গতবার রাউন্ড রবিন লিগ শেষে বাংলাদেশের সমান পয়েন্ট ছিল ভারতের। কিন্তু গোল পার্থক্যে এগিয়ে থাকায় সেরা হয়েছিল তারা। এবার রাউন্ড রবিন লিগ শেষে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দুই দল নিয়ে হবে ফাইনাল। বাড়ির উঠানে হওয়া এবারের প্রতিযোগিতায় শিরোপা জয়ের লক্ষ্য বাংলাদেশেরও। বিশেষ করে সাফ চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের সাফল্যের কারণে বয়সভিত্তিক এই প্রতিযোগিতা নিয়েও দলের চাওয়া আকাশ-ছোঁয়া। ভারত কোচ ময়মল রকিরও তা জানা। “আমি অবশ্যই ওদের লাইনআপ দেখেছি, খেলোয়াড়দের দেখেছি। অবশ্যই বলব, মেয়েদের ফুটবলে গত কয়েক বছর ধরে বাংলাদেশ ভালো করছে। আমাদের পরের ম্যাচ ওদের বিপক্ষে; এটা আমাদের জন্য সহজ ম্যাচ হবে না। পরের ম্যাচে আমরা শতভাগ দিব। দেখা যাক কী ফল হয়।” রোববার কমলাপুরেই মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ।