অনলাইন ডেস্ক :
ভূমধ্যসাগর থেকে ৪৯ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিসিয়ার নৌবাহিনী। স্থানীয় গণমাধ্যম তিউনিস আফ্রিক প্রেস জানায়, বৃহস্পতিবার লিবিয়া উপকূলের ৮০ কিলোমিটার দূর থেকে তাদের উদ্ধার করা হয়।
দেশটির নৌবাহিনী জানিয়েছে, অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকাটি প্রায় ডুবন্ত অবস্থায় ছিল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, ১৬ থেকে ৫০ বছর বয়স্ক অভিবাসীদের বহনকারী নৌকাটি ৫ই জুলাই লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
উপকূল পার হয়ে নৌকাটি নষ্ট হয়ে গেলে তারা একটি তেলের ট্যাঙ্কারে আশ্রয় নেন। পরে খবর পেয়ে তাদের উদ্ধার করে বেন জিউর্দান শহরে নিয়ে যায় নৌবাহিনী। তাদের দেশটির ন্যাশনাল গার্ডের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন
শেখ হাসিনার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের নির্দেশ
১৯১ রানেই অলআউট বাংলাদেশ
ফকিরাপুলে গরম পানির গলিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩