January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 9th, 2023, 9:14 pm

ভূমিকম্পে কাঁপলো ফিলিপাইন, ক্ষয়-ক্ষতির আশঙ্কা

অনলাইন ডেস্ক :

ফিলিপাইনে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (৯ আগষ্ট) হওয়া এই ভূমিকম্পের মাত্রার ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪। তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে এই ঘটনায় ক্ষয়-ক্ষতি ও পরাঘাতের (আফটারশক) আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (৯ আগষ্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ফিলিপাইনের মিন্দানাওতে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) বুধবার (৯ আগষ্ট) জানিয়েছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার। এদিকে, ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩ বলে দাবি করছে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের জেরে ক্ষয়-ক্ষতি এবং আফটারশকের আশঙ্কা করছে সংস্থাটি।