নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে ভবনের দেয়াল ধসে চাপা পড়ে ১০ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল প্রায় পৌনে ১১টায় উপজেলার গোলাকান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম ফাতেমা। তিনি স্থানীয় আব্দুল হক ও কুলসুম বেগম দম্পতির একমাত্র সন্তান। আব্দুল হক ঢাকার শ্যামবাজারে ব্যবসা করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে ভূমিকম্প অনুভূত হওয়ার সময় হঠাৎ ভবনের একটি অংশ থেকে দেয়াল ধসে পড়ে। এতে শিশু ফাতেমার পাশাপাশি তার মা কুলসুম বেগম এবং প্রতিবেশী প্রবাসী মাসুদের স্ত্রী জেসমিন আহত হন। শিশুটি ঘটনাস্থলেই মারা যায়, আর আহত দুজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এলাকার বাসিন্দা ইমতিয়াজ ভুঁইয়া জানান, ভূমিকম্প টের পেয়ে ঘর থেকে বের হওয়ার পরপরই তারা দেয়াল ধসের ঘটনা সম্পর্কে জানেন। “শুনে দেখি, দেয়ালের নিচে চাপা পড়ে একটি শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়,” বলেন তিনি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীর মাধবদীকে কেন্দ্র করে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল গোলাকান্দাইল এলাকা থেকে খুব বেশি দূরে নয়, কয়েক কিলোমিটার মাত্র।
স্থানীয়রা বলছেন, পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবনের দেয়ালগুলো ভূমিকম্পে নড়েচড়ে গিয়ে ধসে পড়তে পারে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ভূমিকম্প আতঙ্কে ভবন থেকে দৌড়ে-লাফিয়ে নামতে গিয়ে আহতদের ভিড় পঙ্গু হাসপাতালে
ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ প্রধান উপদেষ্টার
ভূমিকম্পে ঢাকাসহ দেশজুড়ে আতঙ্ক, কোথায় কী ঘটল