November 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 24th, 2025, 8:08 pm

ভূমিকম্পে সচিবালয়ের নতুন ভবনে ফাটল

 

সচিবালয়ে নতুন নির্মিত ১ নম্বর ভবনের বিভিন্ন স্থানে ভূমিকম্পের প্রভাবে ফাটল দেখা গেছে। পশ্চিম-উত্তর প্রান্তে অবস্থিত এই ভবনে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা অফিস করেন।

ফাটলের কারণে কিছু কর্মকর্তা আতঙ্কিত হয়েছেন। তবে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুনতাসির মামুন জানান, “এক নম্বর ভবনের মূল পিলার বা স্ট্রাকচারে কোনো ফাটল দেখা যায়নি। শুধু ৫ ইঞ্চি পুরু ইটের দেওয়ালে কিছু ফাটল হয়েছে। এগুলো ভবনের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ নয় এবং শিগগিরই মেরামত করা হবে।”

১০ তলায় ৯৩০ নম্বর কক্ষের দরজার নিচের দিকে উত্তর পাশের দেওয়ালে বড় ধরনের ফাটল দেখা গেছে। এখানে পলেস্তরা অনেকটাই খসে গেছে। একই সঙ্গে একতলা উপরে দশম তলায় ১০০ নম্বর কক্ষের সামনের দেওয়ালের মাঝামাঝি ফাটল দেখা গেছে। এই দুটি তলায় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা অফিস করেন।

এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, “শত কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবনে ফাটল দেখা দেওয়ায় অনেকের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। কারণ এটি চালু হওয়ার এক বছরও পূর্ণ হয়নি।”

সচিবালয়ের প্রাণকেন্দ্র ২০ তলাবিশিষ্ট এক নম্বর ভবনের নির্মাণ খরচ হয়েছে ৪৬১ কোটি টাকা। চলতি বছরের মে মাসে এই ভবনের কার্যক্রম শুরু করে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়।

গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা ইতিমধ্যেই ফাটলগুলো পরীক্ষা-নিরীক্ষা করেছেন এবং নিশ্চিত করেছেন, ভবনের মূল কাঠামোতে কোনো ঝুঁকি নেই। ফাটলগুলো শিগগিরই মেরামত করা হবে, তাই ভবন নিরাপদ রয়েছে।

এনএনবাংলা/