November 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 23rd, 2025, 1:10 am

ভূমিকম্প আতঙ্কে ঢাবি দুই সপ্তাহ বন্ধের ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

 

ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নিরাপত্তাজনিত কারণে শিক্ষার্থীদের আগামীকাল রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে আবাসিক হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সিন্ডিকেট সদস্যদের পাশাপাশি চিকিৎসা অনুষদের ডিন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক ভূমিকম্প ও পরবর্তী ঝাঁকুনি (Aftershock)- এর কারণে ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মধ্যে শারীরিক ও মানসিক আঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। সভায় বুয়েটের বিশেষজ্ঞ, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর এবং প্রধান প্রকৌশলীর মতামত বিশ্লেষণ করে জানানো হয়— আবাসিক হলগুলোতে পুঙ্খানুপুঙ্খ ঝুঁকি মূল্যায়ন, কাঠামোগত পরীক্ষা এবং প্রয়োজনীয় সংস্কার জরুরি। এ জন্য হলগুলো খালি রাখা ছাড়া বিকল্প নেই।

বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সিদ্ধান্ত অনুযায়ী, ৬ ডিসেম্বর ২০২৫, শনিবার পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস যথারীতি খোলা থাকবে বলে জানানো হয়েছে।

প্রাধ্যক্ষদের রোববারের মধ্যে হল খালি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এনএনবাংলা/