রাজধানী ঢাকায় ভূমিকম্পের সময় আতঙ্কে ভবন থেকে দৌড়ে বা লাফিয়ে নামতে গিয়ে আহত মানুষের ভিড় জমেছে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল)। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালটির জরুরি বিভাগে গিয়ে দেখা যায়—বেড, করিডর, ওয়ার্ড—সব জায়গায় আহত রোগীদের উপচে পড়া ভিড়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পের আতঙ্কে ভবন থেকে দ্রুত নেমে আসার চেষ্টা করতে গিয়ে অনেকেই পা-মচকে যাওয়া, হাড় ভাঙা, মাথা-হাত-পায়ের বিভিন্ন স্থানে আঘাত নিয়ে হাসপাতালে ছুটে এসেছেন। কেউ সিঁড়ি থেকে পড়ে আহত, কেউ আবার পাঁচতলা-ছয়তলা থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছেন। নির্মাণাধীন ভবন থেকে বিভিন্ন সরঞ্জাম পড়ে আহত হওয়ার ঘটনাও রয়েছে।
জরুরি বিভাগের সিনিয়র নার্স সজল বলেন, “ভূমিকম্পের পর থেকেই আহত রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। বেশিরভাগ রোগীই পায়ে বা কোমরে আঘাত নিয়ে আসছেন। আমরা সবাই মিলে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছি।”
আহতদের মধ্যে শ্যামলী রিং রোড এলাকার রেস্তোরাঁ কর্মী তৌফিকও রয়েছেন। ভূমিকম্প অনুভূত হওয়ার পর তিনি আতঙ্কে পাঁচতলা থেকে দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে যান। এতে তাঁর বাঁ পা ভেঙে যায়। বন্ধুদের সহায়তায় তাঁকে পঙ্গু হাসপাতালে আনা হয়। বর্তমানে তাঁর পায়ে ভারী ব্যান্ডেজ দিয়ে চিকিৎসা চলছে।
এর আগে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল থেকে সাত কিলোমিটার দূরে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে ১ মৃত্যু আহত ২০; ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের ট্রান্সফরমারে আগুন
ঢাকার ভূমিকম্পে কেঁপেছে কলকাতাও
ভূমিকম্পে নারায়ণগঞ্জে দেয়াল ধসে ১০ মাসের শিশুর মৃত্যু, আহত ২