গত শুক্রবার (২১ নভেম্বর) ঢাকায় আঘাত হানা ভূমিকম্প আরও দশ সেকেন্ড স্থায়ী হলে রাজধানীজুড়ে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারত বলে মন্তব্য করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।
শনিবার (২২ নভেম্বর) সকালে পুরান ঢাকার কসাইটুলি এলাকায় রেলিং ভেঙে তিনজনের মৃত্যুর ঘটনায় পরিদর্শন শেষে তিনি বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর তালিকা প্রস্তুত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। এরপর পর্যায়ক্রমে ঝুঁকিপূর্ণ সব ভবনের বিস্তারিত তালিকা তৈরি করা হবে।
তিনি জানান, সরকারি স্কুল, কলেজ ও হাসপাতালের আওতাভুক্ত মোট ১৪২টি ভবন বর্তমানে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। তবে বেসরকারি প্রতিষ্ঠানের ঝুঁকি নিরূপণ এখনও সম্পূর্ণভাবে রাজউকের হাতে নেই।
পুরান ঢাকার যে ভবনের রেলিং ভেঙে দুর্ঘটনা ঘটেছে, তার মালিককে ভবনের নকশা অনুমোদনের কাগজসহ সব প্রয়োজনীয় নথি জমা দিতে বলা হয়েছে। রিয়াজুল ইসলাম সতর্ক করে বলেন, সাত দিনের মধ্যে এসব নথি না দিলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে রাজউক।
এনএনবাংলা/

আরও পড়ুন
দিনাজপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত
হাসিনার রাজনৈতিক জীবন কি শেষ, কী বলছেন বিশ্লেষকরা
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: ইশরাক