অনলাইন ডেস্ক :
ভেঙে গেলো বলিউড অভিনেতা-মডেল রাকেশ বাপাট ও অভিনেত্রী শমিতা শেঠির প্রেমের সম্পর্ক। শমিতার আরেক পরিচয় তিনি অভিনেত্রী শিল্পা শেঠির বোন। ‘বিগ বস’ রিয়েলিটি শো-তে রাকেশ ও শমিতার ঘনিষ্ঠতা বাড়ে। শো চলাকালীন কয়েক বার রাকেশ বাপাটের প্রতি নিজের ভালোলাগার কথা বলেছেন এই অভিনেত্রী। শো শেষ হলেও একসঙ্গে বিভিন্ন জায়গায় তাদের দেখা যেতো। গত মে মাসে একটি মিউজিক ভিডিওর শুটিং করেছেন। সেটি মুক্তির অপেক্ষায়। এই জুটির বিয়ের গুঞ্জনও চাউর হয়েছে। তবে সকল জল্পনার অবসান ঘটিয়ে ব্রেকআপের ঘোষণা দিলেন শমিতা। গত মঙ্গলবার ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি দীর্ঘ নোট পোস্ট করেন শমিতা। তিনি লিখেছেন, ‘আমার মনে হয় এটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া ভালোÑ আমি আর রাকেশ আর একসঙ্গে নেই। অনেকদিন ধরেই আলাদা। কিন্তু এই মিউজিক ভিডিও সেই সমস্ত মিষ্টি ভক্তদের জন্য যারা আমাদের ভালোবাসা দিয়েছেন, পাশে থেকেছেন। আপনারা আমাদের একসঙ্গে যতটা ভালোবাসা দিয়েছেন, আশা রাখছি আলাদা আলাদাভাবে ততটাই দেবেন। সবার জন্য ভালোবাসা আর সম্মান।’ ‘মহব্বতে’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন শমিতা। এরপর ‘বেওয়াফা’, ‘ক্যাশ’ প্রভৃতি সিনেমায় দেখা গেছে। পাশাপাশি টিভি রিয়েলিটি শো করেছেন তিনি। অন্যদিকে, ‘তুম বিন’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় রাকেশের। তবে প্রথম সিনেমার খ্যাতি ধরে রাখতে পারেননি। পরবর্তী সময়ে কয়েকটি সিনেমা ও টিভি ধারবাহিকে দেখা গেছে তাকে।
আরও পড়ুন
‘পিনিক’–এ ফার্স্ট লুকে অন্য রকম বুবলী
সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন’
পোশাক পরতে পারি না : আইশা খান