অনলাইন ডেস্ক :
ভেনেজুয়েলাতে গ্যাস বিস্ফোরণে অন্তত আটজন নিহত ও ২২ জন আহত হয়েছেন।
সোমবার দেশটির রাজধানী কারাকাসের পূর্বাঞ্চলের একটি শহরে এ বিস্ফোরণ ঘটে।
মিরান্ডা রাজ্যের গভর্নর হেক্টর রদ্রিগেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, ‘পেতারে শহরে একটি বিস্ফোরণে দুর্ভাগ্যজনকভাবে দুই শিশুসহ আটজন নিহত হয়েছেন। আমরা তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সংহতি জানাচ্ছি।’
আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এর আগে গভর্নর বলেছিলেন, গ্যাস লিক ও সিলিন্ডার বিস্ফোরণের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
আরও পড়ুন
ফারুকী, সেলিম, রাফি, হিমেলসহ আলোচিত ৮ পরিচালক
সড়ক ও জনপথ অধিদপ্তর রংপুর জোনের অংশীজনের সভা অনুষ্ঠিত
রংপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন