August 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 8th, 2025, 5:51 pm

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেপ্তারে ৫০ মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণা যুক্তরাষ্ট্রের

 

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারে তথ্য দিয়ে সহায়তাকারীকে ৫০ মিলিয়ন ডলারের পুরস্কারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

এর আগে মাদুরোকে ধরিয়ে দেয়ার জন্য ২৫ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা দেওয়া হয়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরোর দীর্ঘ দিনের সমালোচক। অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি যুক্তরাষ্ট্রের পূর্ব ঘোষিত পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করে ৫০ মিলিয়ন ডলারে উন্নীত করার বিষয়টি ঘোষণা দেন।

এ ছাড়া এসময় মাদুরোকে সরাসরি মাদক চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত বলেও অভিযোগ করেন। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল যুক্তরাষ্ট্রের পুরষ্কার ঘোষণার বিষয়টিকে প্যাথেটিক এবং একে রাজনৈতিক প্রোপাগান্ডা হিসেবে আখ্যায়িত করেন।

তবে গিল বলেন, ‘পাম বন্ডির এমন ঘোষণায় তারা মোটেও অবাক নন।’ ট্রাম্পের প্রথম মেয়াদে মাদুরো ও ভেনেজুয়েলার কর্মকতার বিরুদ্ধে সন্ত্রাসবাদ, দুর্নীতি ও মাদক পাচারের মতো বিভিন্ন অভিযোগ করে মার্কিন সরকার।

উল্লেখ্য, মাদুরো ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির নেতা। তিনি ২০১৩ সালে হুগো শ্যাজেভের স্থলাভিষিক্ত হন। গত বছর প্রতিদ্বন্দিতাপূর্ণ নির্বাচনের পর তিনি ক্ষমতার উপর তার দখল রেখেছেন।

তবে ভেনেজুয়েলার সামরিক গোয়েন্দা সাবেক প্রধান জুনে হুগো কারভাজাল মাদ্রিদে গ্রেপ্তার হবার পর যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি হন। এরপর তাকে মাদক পাচারের বেশ কয়েকটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। তিনি প্রাথমিকভাবে মাদকের অভিযোগ অস্বীকার করেন।

এনএনবাংলা/আরএম