January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 13th, 2022, 8:20 pm

ভেনেজুয়েলায় পাইপলাইনে ভয়াবহ বিস্ফোরণ

অনলাইন ডেস্ক :

ভেনেজুয়েলায় গ্যাস পাইপলাইনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত তিনজন দগ্ধ হয়েছেন। এটিকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ। দেশটির আনজোয়াতেগুই অঙ্গরাজ্যে রাষ্ট্রীয় তেল কোম্পানির গ্যাসোলিনের পাইপলাইনে ভয়াবহ বিস্ফোরণের ২৪ ঘণ্টার বেশি পার হলেও এখনো আগুন নেভেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় মঙ্গলবার রাতে বিকট শব্দে বিস্ফোরিত হয় ওই গ্যাসোলিনের পাইপলাইন। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। কয়েক মাইল দূরের বার্সেলোনা শহর থেকেও দেখা যায় সেই আগুনের কু-লী।খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা। এই গ্যাসলাইন দিয়েই দেশটির উত্তরাঞ্চলে গ্যাস সরবরাহ করে থাকে রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ। যদিও বিকল্প উপায়ে ক্ষতিগ্রস্তদের গ্যাস সরবরাহের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। এর আগে গ্যাসপাইপ লাইন ছিদ্র করে অবৈধভাবে গ্যাস সংগ্রহের অভিযোগ থাকলেও এটিকে সন্ত্রাসী হামলা দাবি করেছে দেশটির সরকার। তবে গ্যাসলাইন সংস্কারে এরইমধ্যে সংশ্লিষ্ট দল পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নর।