January 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 17th, 2022, 7:14 pm

‘ভেরিয়া’র পোস্টারে চমকে দিলেন বরুণ

অনলাইন ডেস্ক :

মুক্তি পেল অভিনেতা বরুণ ধাওয়ানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ভেরিয়া’র নতুন একটি পোস্টার। ভক্তদের উন্মাদনা বহুগুনে বাড়িয়ে দিতে নির্মাতারা এই নতুন পোস্টারটি মুক্তি দিয়েছেন। পোস্টারটিতে বরুণ ধাওয়ানের নতুন লুক ভক্ত অনুরাগীদের মাঝে বেশ সাড়া ফেলে দিয়েছে। বরুণ এবং কৃতী স্যাননের আসন্ন সিনেমা ‘ভেরিয়া’ মুক্তির ঘোষণা হওয়ার পর থেকেই এটি ঘিরে ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে। সিনেমাটির একটি টিজার সম্প্রতি মুক্তি পেয়েছে যা পছন্দ করেছেন সকলেই। বরুণকে আগে এমন অবতারে কখনো দেখা যায়নি। তাঁর ভিন্ন লুক চমকে দিয়েছে বরুণ ভক্তদের। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বরুণ ধাওয়ান ‘ভেরিয়া’র নতুন পোস্টারটি শেয়ার করেছেন। পোস্টারে অভিনেতাকে একটি উগ্র ও আক্রমনাত্মক চেহারায় দেখা যাচ্ছে। একটি জ্যাকেট, টি-শার্ট এবং জিন্স পরিহিত বরুণ আক্রমণের জন্য প্রস্তুত। বরুণের একপাশে কৃতী শ্যাননকে একটি টর্চ হাতে বেশ ব্যতিক্রম একটি লুকে দেখা যাচ্ছে। পোস্টারে দীপক ডোবরিয়াল এবং অভিষেক ব্যানার্জিকেও দেখা যাচ্ছে। পোস্টারটি শেয়ার করে বরুণ লিখেছেন, ‘এখন হবে জঙ্গলে কান্ড’। এরপর তিনি হ্যাশট্যাগ দিয়ে উল্লেখ করেছেন যে ১৯ অক্টোবর সিনেমাটির ট্রেইলার আসতে যাচ্ছে। ‘ভেরিয়া’র পরে বরুণকে দেখা যাবে ‘একিস’ সিনেমায় এবং সাজিদ নাদিয়াদওয়ালার ‘সাঙ্কি’ সিনেমায়। এছাড়াও তিনি রুশো ব্রাদার্সের গ্লোবাল সিরিজ ‘সিটাডেল’-এ চুক্তিবদ্ধ হয়েছেন। এটি পরিচালনা করবেন রাজ এবং ডিকে। অপরদিকে কৃতিকে সামনে দেখা যাবে ভারতের সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র আদিপুরুষে। তাঁর বিপরীতে রয়েছেন প্রভাস ও সাইফ আলী খান। সূত্র : পিঙ্ক ভিলা