January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 5th, 2021, 7:32 pm

ভোলায় ‘বন্দুকযু‌দ্ধে’ দুই ‘জলদস্যু’ নিহত

ফাইল ছবি

ভোলার চরফ্যাশন উপজেলার পর্যটন এলাকা কুকরী-মুকরিতে কথিত ‘বন্দুকযু‌দ্ধে’ দুই জলদস্যু নিহত হয়ে‌ছে বলে জানিয়েছে র‍্যাব। তবে নিহ‌তদের নাম ও প‌রিচয় এখনও পাওয়া যায়‌নি। এ সময় তাদের কাছ থেকে পিস্তল উদ্ধারের দাবি করেছে র‍্যাব।

রবিবার সকালে ভোলা জেলা পুলিশ সুপার মো.সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে চরফ্যাশন দ‌ক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেনের জানান, র‌বিবার ভো‌রের দি‌কে দ‌ক্ষিণ আইচা থানার চর কুক‌রি মুক‌রি ইউনিয়‌নের এক নম্বর ওয়া‌র্ডে জা‌লিয়া খা‌লের পা‌শে র‍্যাব সদস্যরা অভিযান চালা‌য়। এ সময় জলদস্যুরা র‍্যাবকে লক্ষ্য ক‌রে গু‌লি ছোড়ে। এ সময় আত্মরক্ষায় র‍্যাবও পাল্টা গু‌লি ছো‌ড়ে। এতে দুজন জলদস্যু নিহত হয়।

তি‌নি জানান, এই সময় তাদের কাছ থেকে পিস্তল ও দা উদ্ধার করা হয়। নিহ‌তদের লাশ দ‌ক্ষিণ আইচা থানায় নি‌য়ে আসা হ‌য়ে‌ছে।

তবে এ ব্যাপারে র‍্যাবের কোনো ব্যক্তব্য পাওয়া যায়নি।

—ইউএনবি