October 27, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 27th, 2025, 5:54 pm

ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ, যাত্রীবাহী ট্রেনে পাথর নিক্ষেপ

 

কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভৈরব বাজার রেলওয়ে জংশনে চলে এ কর্মসূচি।

অবরোধ চলাকালে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি দুই ঘণ্টারও বেশি সময় ভৈরব স্টেশনে আটকা পড়ে। প্রায় আড়াই ঘণ্টা পর ট্রেনটি ছাড়ার প্রস্তুতি নিতেই বিক্ষুব্ধ অবরোধকারীরা বৃষ্টির মতো পাথর ছুড়তে শুরু করেন।

ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহম্মেদ বলেন, “অবরোধকারীরা ট্রেন থামিয়ে কর্মসূচি পালন করছিলেন। পরে কিছু অপ্রীতিকর ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। উপকূল এক্সপ্রেস ছাড়তে চাইলে অবরোধকারীরা অনবরত পাথর নিক্ষেপ করে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

এর আগের দিন, রোববার সকাল সাড়ে ১০টার দিকে ভৈরবের দুর্জয় মোড়ে জেলা ঘোষণার দাবিতে আন্দোলনকারীরা ঢাকা–সিলেট মহাসড়ক ও ভৈরব–কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শতাধিক যানবাহন আটকা পড়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

এ ছাড়া, আগামী মঙ্গলবার ভৈরবের মেঘনা নদীতে নৌপথ অবরোধ কর্মসূচিরও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

এনএনবাংলা/