নিজস্ব প্রতিবেদক
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ক্রসিং এলাকায় উপজেলা বিএনপির আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দেশে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের এক পর্যায়ে দেশের মানুষ যখন নের্তৃত্বহীনতায় ভুগছিল, তখন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশের মানুষকে মুক্তিযুদ্ধের চেতনায় সশস্ত্র যুদ্ধে সাহস যুগিয়েছিল। আর সে নেতাকেই বন্দি দশা থেকে মুক্ত করে দেশের ক্রান্তিকালে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিল মানুষ। তখন দেশের মানুষের মুখে হাসি ফুটল, ধান উৎপাদনে বিপ্লব ঘটল, আইনের শাসন প্রতিষ্ঠিত হলো, খাল খননের মাধ্যমে দেশের সেচ ব্যবস্থার উন্নতি হলো। কিন্তু ষড়যন্ত্রকারীদের কাছে তা সহ্য হয়নি।
তিনি বলেন, গত ৫ আগষ্ট স্বৈরাচার শেখ হাসিনা পতনের মধ্যদিয়ে আমাদের প্রথম ধাপের বিজয় হয়েছে। তবে পরিপূর্ণ বিজয় না আসা পর্যন্ত আমাদের নেতাকর্মীদের সুসংগঠিত ভাবে রাজপথে ঐক্যবদ্ধ থেকে আগামী আন্দোলন চালিয়ে যেতে হবে ।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা : গিয়াস উদ্দিন ফারুকী ফয়সালের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাজ্বী মো: ওসমানের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য এড. এস এম ফোরকান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল গফুর মেম্বার, সদস্য আবু তৈয়ব কনট্রাকটর, এজাবত উল্লাহ, সালেহ জহুর প্রমুখ।
আরও পড়ুন
খুলনা বিভাগে ভোক্তা-অধিকারের অভিযান : ১৭টি প্রতিষ্ঠানকে ২ লাখ ২২ হাজার টাকা জরিমানা
খুবিতে ‘উচ্চ শিক্ষায় অ্যাক্রেডিটেশন’ বিষয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালার উদ্বোধন
তালতলীতে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা