November 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 13th, 2025, 6:55 pm

ভোটারদের উন্নয়নের প্রতীক ধানের শীষ মার্কায় ভোট দিন : সাবেক এমপি লালু

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ

বিএনপি’র চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং বগুড়া-৭ এলাকায় বেগম খালেদা জিয়া এর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, গাবতলী ও শাহজাহানপুর বাসী সহ ভোটারদের উন্নয়নের প্রতীক ধানের শীষ মার্কায় ভোট দিন। আমাদের গর্ব বেগম খালেদা জিয়া এ আসন থেকে নির্বাচন করছেন। আশাকরছি ভোটারদের আশা-আকাঙ্ক্ষা পূরণে বেগম খালেদা জিয়া এ আসন টি রাখবেন। তিনি আরো বলেন, আমরা ধর্মভিত্তিক রাজনীতি করি না আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি। একটি রাজনৈতিক দল বেহেস্তের টিকিট দিয়ে ভোট নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। আশাকরছি বেগম খালেদা জিয়ার সম্মানে আপনারা  নির্বাচন থেকে সরে দাঁড়াবেন।

১৩ই নভেম্বর বৃহস্পতিবার ৪২-বগুড়া-৭ আসনের বিএনপির প্রার্থী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে

গাবতলীর মহিষাবান পেরিরহাট বাজারে ভোট চেয়ে লিফলেট বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও মহিষাবান ইউপির চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু তালেব শাহীন, উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, অন্যতম সদস্য আব্দুল মতিন, ইউনিয়ন যুবদলের আহবায়ক ডিপ্লোমা কৃষিবিদ হাসানুর রহমান হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, বিএনপি নেতা মোশাররফ হোসেন শাহীন, খায়রুজ্জামান, শাহজাহান আলী, জহুর আহমেদ টপি, আল আমিন, আব্দুর রাজ্জাক, মহিষাবান বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি লিটন মিয়া, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা নূর আলম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মোহন, বিএনপি ও অঙ্গদলের মধ্যে লাল মিয়া, জনি আহমেদ, দোলোয়ার হোসেন, শাফিউল রহমান জনি, খোরশেদ আলম, সুমন মিয়া, আতাউর রহমান, খোকন আহম্মেদ, রিফাত হোসেন, সৌরভ হাসান, খোরশেদ আলম, মাহফুজার রহমান, আরমান হোসেন রিপন, রনি আহম্মেদ, আতাউর রহমান খোকন, নয়ন মিয়া, শ্রীঃ লক্ষণ চন্দ্র, ফারুক আহমেদ, আব্দুল হাকিম, আপেল মাহমুদ, শামীম আহম্মেদ সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।