October 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 26th, 2025, 7:33 pm

ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো করার চেষ্টা চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা চলছে। রাজনৈতিক দলগুলো যদি কিছু সমস্যার সমাধান করে এবং জনগণ সচেতন থাকে, তাহলে পরিস্থিতি আরও উন্নত হবে।

রোববার (২৬ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, বিভিন্ন ক্ষেত্রে পদায়ন ও বদলির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হচ্ছে না। যদি কোথাও অনিয়মের অভিযোগ পাওয়া যায়, গণমাধ্যমকে তা প্রকাশের আহ্বান জানান তিনি।

সভায় দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয় বলে জানান উপদেষ্টা।

এ সময় তিনি আরও বলেন, সরকার এক ব্যক্তির নামে নিবন্ধিত সিম কার্ডের সংখ্যা ১০টি থেকে ২টিতে নামিয়ে আনার পরিকল্পনা করছে। তবে নির্বাচনের আগে সেটি ৫ থেকে ৭টিতে সীমিত রাখার উদ্যোগ নেওয়া হবে।

তারেক রহমানের জন্য বুলেটপ্রুফ গাড়ির অনুমতি দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি সরাসরি কোনো মন্তব্য না করে বলেন, অন্য কেউ আবেদন করলে তারও অনুমতি দেওয়া হবে।

এনএনবাংলা/