August 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 25th, 2025, 2:37 pm

ভোটের জন্য দেশের মানুষ উন্মুখ হয়ে আছে: ড. মঈন খান

ফেব্রুয়ারিতে ভোট দিতে মানুষ উন্মুখ হয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

আজ সোমবার (২৫ আগস্ট) সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে এসব কথা বলেন তিনি।

মঈন খান বলেন, দেশের মানুষ ভোটাধিকার ফেরত পেতে এবং নিজেদের পছন্দমতো সরকার প্রতিষ্ঠা করতে দীর্ঘ ১৭ বছর ধরে অপেক্ষা করছে।

৭১-এর অমীমাংসিত বিষয় দুইবার সমাধান হয়েছে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে মঈন খান বলেন, যিনি এ বক্তব্য দিয়েছেন তিনিই ভালো বলতে পারবেন, কেন এমন কথা বলেছেন।

তিনি বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই কেবল বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে পেতে পারে। তাদের পছন্দমত ৩০০ প্রতিনিধি বাছাইয়ের একমাত্র মাধ্যম নির্বাচন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে সঠিক ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। তারা সেসময় পালিয়ে গিয়েছিল। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

 

এনএনবাংলা/