January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 26th, 2021, 7:48 pm

ভোটের দিন মারা গেলেন মেম্বার প্রার্থী

ভোট শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ওয়ার্ড মেম্বার প্রার্থী মো. মনির তালুকদার মৃত্যু হয়েছে। রবিবার ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

মৃতের ছেলে আরফাত বলেন, আমার বাবা মনির উদ্দিন কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে ফুটবল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ভোরে হার্ট অ্যার্টকে তিনি মারা যান।

কর্ণফুলী নির্বাচন কর্মকর্তা আবদুল শুক্কুর বলেন, এটা দুঃখজনক ঘটনা। তবে তার মৃত্যুতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। তিনি নির্বাচিত হলে পরবর্তীতে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে, চট্টগ্রামে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন চলছে। জেলার পটিয়া, কর্ণফুলী ও লোহাগাড়া উপজেলার ২৭ ইউনিয়নে রবিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

—ইউএনবি