December 31, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 30th, 2025, 8:53 pm

ভোটে কখনো হারেননি খালেদা জিয়া, সংসদীয় রাজনীতিতে অনন্য রেকর্ড

 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশের সংসদীয় নির্বাচনের ইতিহাসে এক অনন্য রেকর্ড গড়ে গেছেন খালেদা জিয়া। তিনি যে আসনেই প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সেখানেই জয়ী হয়েছেন—কখনোই নির্বাচনে পরাজিত হননি।

একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা, সবগুলোতেই জয়

১৯৯১ থেকে ২০০১ সালের সাধারণ নির্বাচনে তিনি পাঁচটি করে আসনে প্রার্থী হয়ে প্রতিবারই বিজয় অর্জন করেন। ২০০৮ সালের নির্বাচনে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবগুলোতেই জয় পান তিনি।

১৯৯১ সালের নির্বাচন

১৯৯১ সালের নির্বাচনে খালেদা জিয়া বগুড়া-৭, ঢাকা-৫, ঢাকা-৯, ফেনী-১ ও চট্টগ্রাম-৮—এই পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। পাঁচটিতেই জয়ী হলেও তিনি ফেনী-১ আসনটি রেখে বাকি চারটি আসন ছেড়ে দেন।

১৯৯৬ সালের নির্বাচন

১৯৯৬ সালে তিনি বগুড়া-৬, বগুড়া-৭, ফেনী-১, লক্ষ্মীপুর-২ এবং চট্টগ্রাম-১ আসনে নির্বাচন করেন। সব আসনে বিজয়ী হয়ে ফেনী-১ আসনটি নিজের জন্য রাখেন।

২০০১ সালের নির্বাচন

২০০১ সালের নির্বাচনে তিনি বগুড়া-৬, বগুড়া-৭, ফেনী-১, লক্ষ্মীপুর-২ ও চট্টগ্রাম-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। পাঁচটিতেই জয়ী হয়ে শেষ পর্যন্ত বগুড়া-৬ আসনটি রাখেন।

২০০৮ সালের নির্বাচন

২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া বগুড়া-৬, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে প্রার্থী হন। তিনটি আসনেই জয়ী হয়ে তিনি ফেনী-১ আসনটি বহাল রাখেন।

যেসব এলাকায় বেশি প্রতিদ্বন্দ্বিতা

বগুড়া, ফেনী, লক্ষ্মীপুর ও চট্টগ্রামের আসনগুলোতেই তিনি সবচেয়ে বেশি নির্বাচন করেছেন। এছাড়া ১৯৯১ সালে ঢাকার একটি আসন থেকে এবং ২০০১ সালে খুলনার একটি আসন থেকেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন।

পরবর্তী নির্বাচন ও অংশগ্রহণ

২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচন বিএনপি বয়কট করে। মিথ্যা দুর্নীতির মামলায় দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত হওয়ায় সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী ২০১৮ সালের নির্বাচনেও অংশ নিতে পারেননি খালেদা জিয়া।

সবশেষ ২০২৪ সালের নির্বাচনও বয়কট করে বিএনপি। দলের পক্ষ থেকে জানানো হয়েছিল, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে তিনি তিনটি আসন থেকে অংশ নেওয়ার কথা ছিল।

নির্বাচনী রাজনীতিতে এই ধারাবাহিক বিজয় খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য অবস্থানে নিয়ে গেছে। গণতান্ত্রিক বিশ্বে একজন নারী নেত্রী হিসেবেও এটি রেকর্ড।

এনএনবাংলা/