November 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 11th, 2025, 3:49 pm

ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না: মির্জা ফখরুল

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জামায়াত ভোটের নামে বেহেশতে যাওয়ার টিকিট দেয়—এগুলো তাদের মুনাফেকি কাজ। এসব বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কে কে বাড়ি লক্ষীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় এনসিপি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘এলাকায় এনসিপির কোনো কার্যক্রম নেই। তাই তারা জামায়াতের সঙ্গে সুর মেলাচ্ছে। তারা পিআর চায়, কিন্তু জনগণ পিআর বোঝে না। এসবের মূল উদ্দেশ্যই ভোট পেছানো। আমরা যেসব বিষয়ে একমত হয়েছি, তার দায়িত্ব নেব; তবে অন্য কোনো কিছুর দায় নেব না।

পরিবেশ উপদেষ্টা রেজওয়ানার সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, ‘দীর্ঘ নয় মাস সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হয়েছে এবং অনেক বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে। কিন্তু এখন যদি সেই ঐকমত্য উপেক্ষা করে গায়ের জোরে কিছু চাপিয়ে দেওয়া হয়, দেশের মানুষ তা মেনে নেবে না।’

সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/