January 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 5th, 2024, 7:54 pm

ভোমরা স্থলবন্দরে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি ও রপ্তানি কার্যক্রম পাঁচ দিন বন্ধ থাকবে। তবে এ সময়ে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টের সাধারণ সম্পাদক মাকসুদ খান বলেন, ভোমরা বন্দরের সঙ্গে সম্পৃক্ত ও ভারত সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা একত্রে এ সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। বুধবার থেকে রবিবার পর্যন্ত উভয় দেশের বন্দরের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজরিহা হোসাইন বলেন, রবিবার থেকে যথারীতি এ বন্দরের আমদানি ও রপ্তানি কার্যক্রম শুরু হবে। এছাড়া বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন।

—–ইউএনবি