January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 17th, 2023, 8:51 pm

ভোলায় বাস খাদে পড়ে নিহত ১, আহত ২০

ভোলার চরফ্যাশনে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেছে। এতে এক পথচারীর নিহত এবং বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।

সোমবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে চরফ্যাশন-দক্ষিণ আইচা সড়কের কাশেমগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কালু খাঁ চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত আবুল হোসেনের ছেলে।

এ ঘটনায় আহতদের মধ্যে ১১ জন চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে আবির এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস চরফ্যাশনের দক্ষিণ আইচা থেকে চরফ্যাশনের উদ্দেশে ছেড়ে আসে।

বাসটি কাশেমগঞ্জ এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি খাদে পড়ে যায়। এসময় সড়কের পাশে থাকা কালু খাঁ নামের এক পথচারী বাসচাপায় নিহত হন। এ সময় বাসে থাকা অন্তত ২০ যাত্রী আহত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

চরফ্যাশন থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

—-ইউএনবি