January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 17th, 2023, 8:34 pm

ভোলায় সড়ক দুর্ঘটনায় ২ কলেজ ছাত্রীসহ নিহত ৩

ভোলা-চরফ্যাশন সড়কের দৌলতদিয়ায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বোরাক নামে তিন চাকার যানবাহনের সংঘর্ষে দুই স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন- উপজেলার রিমা আক্তার (১৭), শিখা ও আব্দুল কালাম (৫৫)।

রিমা ও শিখা হালিমা খাতুন মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, সকাল সোয়া ৯টার দিকে শ্যামলী পরিবহনের চরফ্যাশনগামী একটি বাস উত্তর উদ্দিন এলাকায় বোরাককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত ও গাড়ির চালক গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, চালককে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখনও শঙ্কামুক্ত নন।

এ ঘটনায় বাসের চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

—-ইউএনবি