October 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 30th, 2025, 12:51 pm

ভোলার চরফ্যাশনে জামায়াত ছাড়লেন ৪৫ নেতাকর্মী, যোগ দিলেন বিএনপিতে

 

ভোলার চরফ্যাশন উপজেলায় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের মোট ৪৫ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় চরফ্যাশন-মনপুরা আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলমের চরফ্যাশনের বাসভবনে তাদের ফুলের মালা পরিয়ে দলে অন্তর্ভুক্ত করা হয়।

যোগদানকারীদের নেতৃত্ব দেন জামায়াতের আহম্মদপুর ইউনিয়ন শাখার সাবেক আমির ও দুলারহাট থানা শাখার সাবেক বায়তুলমাল সম্পাদক মাওলানা ওমর ফারুক।

অনুষ্ঠানে সাবেক এমপি নাজিম উদ্দীন আলম নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, “বিএনপির কর্মকাণ্ডে আস্থা রেখে এবং গণতন্ত্রের পক্ষে থাকার প্রত্যয়ে আপনারা দলে যোগ দিয়েছেন। এ যোগদান বিএনপিকে আরও শক্তিশালী করবে এবং আগামী নির্বাচনে বিজয়ের পথ সুগম করবে।”

অন্যদিকে মাওলানা ওমর ফারুক সাংবাদিকদের বলেন, “চরফ্যাশনের দুলারহাট এলাকায় জামায়াতের কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট ছিলাম না। বিএনপির কার্যক্রম আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হওয়ায় আমি নিজে এবং আরও ৪৫ জন নেতাকর্মী সাবেক এমপি নাজিম উদ্দীন আলমের হাত ধরে বিএনপিতে যোগ দিয়েছি। দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা সবসময় বিএনপির সঙ্গে থাকব।”

এ সময় চরফ্যাশন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আ.ন.ম আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলালসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/