January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 23rd, 2022, 3:26 pm

ভোলায় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু গ্রেপ্তার

ভোলার লালমোহন উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। সোমবার রাত ১০টার দিকে লালমোহন উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের বাতির খাল এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

তারা হলেন-শাকিল, ধলু মিয়া, সোহাগ, রাকিব, রাকিব মিয়া ও মানিক। তাদের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ ও হিজলায়।

স্থানীয়রা জানায়, সোমবার রাত ১০টার দিকে লালমোহন উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাতির খালে ১২ সদস্যের জলদস্যু দল একটি দ্রুতগতি সম্পন্ন ট্রলার নিয়ে আসে। তারা বাতিরখাল ঘাট থেকে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। এসময় স্থানীয়রা জলদস্যুদের ঘেরাও করে পুলিশকে খবর দেয়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, খবর পেয়ে অস্ত্রসহ ছয় জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তারা জলদস্যুতার সাথে যুক্ত। তাদের বিরুদ্ধে লালমোহন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

—ইউএনবি