জয়পুরহাটে ভ্যানচালক আবু সালাম হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড ও প্রত্যেকের ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৭ মে) দুপুর দিকে এ রায় ঘোষণা করেন জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ-প্রথম আদালতের বিচারক মো. নূরুল ইসলাম।
সেমামবার (৭ মে) জয়পুরহাট জজ কোর্টের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মন্ডল এ তথ্য জানান।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জেলার কালাই উপজেলার আওড়া গ্রামের জাহাঙ্গীরের ছেলে হারুন অর রশিদ, মোসলেমের ছেলে মোস্তাক ও জসিমের ছেলে হাফিজার। এদের মধ্যে হারুন অর রশিদ পলাতক।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালে আবু সালামকে আসামিরা হত্যা করে তার লাশ কালাই পৌরসভার আওড়া এলাকার একটি পুরাতন কবরে লুকিয়ে রেখে তার ভ্যান নিয়ে পালিয়ে যায়। পরে ২০০৫ সালের ১৩ জানুয়ারি স্থানীয়রা ওই কবরে তার লাশের পা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ওই কবরস্থানে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় কালাই থানার তৎকালীন পরিদর্শক মির্জা মো. শাহজাহান আলী বাদী হয়ে কালাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ মামলার শুনানি শেষে বিজ্ঞ আদালত মঙ্গলবার এ রায় দেন।
—–ইউএনবি
আরও পড়ুন
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ
অসদাচরণের ৩৩ অভিযোগ, বিচারকের ১২ ও কমকর্তা-কর্মচারীদের ১৫